ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেএমপির নতুন কমিশনার নিবাস মাঝি

সেখ ইউসুফ আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২১ অক্টোবর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেএমপির নতুন কমিশনার নিবাস মাঝি

নিবাস চন্দ্র মাঝি

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন নিবাস চন্দ্র মাঝি।


মঙ্গলবার বিকেলে তিনি কেএমপিতে যোগদান করেন। এর আগে তিনি ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।


কেএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবাস চন্দ্র মাঝি ১৯৮৯ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বিভিন্ন সময় তিনি পাবনা, কক্সবাজার, শেরপুর, চাপাইনবাবগঞ্জ, জিআরপি এবং চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।


এ ছাড়া তিনি রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন পুলিশ কমিশনার হিসেবেও । এ পুলিশ কর্মকর্তা চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

 

 



রাইজিংবিডি/খুলনা/২২ অক্টোবর ২০১৪/সেখ ইউসুফ আলী/শাহাবুদ্দিন/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়