ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি সীমান্ত থেকে দুই মানবপাচারকারী আটক

হালিম আল রাজী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২২ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলি সীমান্ত থেকে দুই মানবপাচারকারী আটক

হিলি প্রতিনিধি : হিলি সীমান্তের রেলওয়ে স্টেশন এলাকা থেকে  মানব পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সন্ধ্যায় সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

 

আটক দুজন হলেন, হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত নারায়ন চন্দ্র ঘোষের ছেলে বিদ্যুত ঘোষ (৩৫) ও চুড়িপট্টি গ্রামের আমির হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩০)।

 

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই যুবককে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের একটি স্পেশাল টিম আটক করে জয়পুরহাট নিয়ে যায়।

 

 

 

রাইজিংবিডি/হিলি/২২ মার্চ ২০১৫/হালিম আল রাজী/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়