ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মান্দার ফুল

আবদুল মান্নান পলাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ২৬ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মান্দার ফুল

মান্দার ফুল

আবদুল মান্নান পলাশ
চাটমোহর (পাবনা), ২৬ এপ্রিল : দেখতে অবিকল নন্দিত পলাশ। আসলে তা নয়। এ হচ্ছে, উপেক্ষিত টকটকে লাল মান্দার ফুল। এককালে গ্রাম বাংলায় অতি পরিচিতি মান্দার আজ বিলুপ্ত প্রায়।

পাবনার চাটমোহরসহ সারাদেশে মান্দার গাছ কৃষকরা জমির সীমানা খুঁটি ও বাড়ির সীমানা বেড়া হিসাবে ব্যাপক ভাবে ব্যবহার করতো এক সময়।

সারা বছর গাছটি মরাগাছের মতো দাঁড়িয়ে থাকলেও এই বসন্তকালে তার শোভায় সকলের নজর কেড়ে নেয় অনায়াসেই। আগুনে রূপ দেখে অনেকে পলাশ বলে ভুল করে থাকেন। অনেকে বুনো পলাশ নামেও ডেকে থাকেন।
মান্দার ফুলে কোন গন্ধ নেই, লাল পাপড়ির পাশে কেশর দুলিয়ে ফুটে। ফাল্গুন-চৈত্রে জেগে উঠে আগুন হয়ে।  মঞ্জরিতে অনেক ফুল থাকে। গাছের গায়ে কাঁটা থাকে। সারা শরীরে লাল টকটকে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে পথের পাশে অবহেলায়।

উদ্ভিদবিদ দ্বিজেন শর্মা মান্দার সম্পর্কে লিখেছেন, মাঝারি আকারের দেশি গাছ। গায়ে কাঁটা থাকে। পত্রমোচী। বসন্তে ফুল ফোটে। মঞ্জরীতে অনেকগুলি ফুল থাকে। ফুল পলাশ ও শিমফুলের মতো, ১০ সেন্টিমিটার লম্বা, গাঢ় লাল। বীজ থেকে সহজেই চারা জন্মে। ডাল কেটে লাগালেও বাঁচে।”

গাছটি সাধারণত ১৫ মিটারের মতো উঁচু হতে দেখা যায়। গাছের গায়ে গোটা-গোটা কাঁটা থাকে। গাছের গোড়ার দিকের কাঁটাগুলি গাছ বড় হলে ঝরে যেতে দেখা যায় অনেক সময়।

চাটমোহর উপজেলা পরিষদ থেকে একটু সামনে এগিয়ে শাহী মসজিদ মোড়। সেখান থেকে ডানে মোড় নিলেই উত্তম মোহন্ত এর চায়ের দোকান। পাশেই তার বাড়ীর সীমানা খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো মান্দার গাছ। তবে ফুল আসেনি এবার।

 

রাইজিংবিডি/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়