ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

ভালোবাসা দিবসকে সঙ্গে নিয়ে এল ঋতুরাজ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
ভালোবাসা দিবসকে সঙ্গে নিয়ে এল ঋতুরাজ

রক্ত রাঙা পলাশ ফুলের মধু খেতে ব্যস্ত মৌটুসী পাখি। পাবনার গোবিন্দা এলাকায় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ছবিটি তুলেছেন শাহীন রহমান।

শীতের বিদায় ঘণ্টা বাজল। শুরু হলো কুয়াশার আবরণ উবে চকচকে সোনালী রোদের হাসির দিন। ফুটেছে পলাশ, ফুটেছে শিমুল। গাছে গাছে সমারোহ নানা ফুলের। প্রকৃতিতে এসেছে বসন্ত। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আজ পয়লা ফাল্গুন।

মাঘের বিদায়ের সাথে সাথে ছুটি মিলেছে ঘাসের ডগায় জমে থাকা শিশিরের। হাজার মাইল অতিক্রম করে আসা অতিথি পাখিরা ফিরছে নিজ আঙিনায়। পাতা ঝরার এমন দিনে শুকনো পাতার মচমচ শব্দ আর নব জাগরণের সূর্যে ভর করে ভালোবাসা দিবসকে সঙ্গে নিয়ে এল ঋতুরাজ। 

ভরদুপুরে কোকিলের সুরে গ্রামে ভাঙে নিরবতা আর শহরের কোলাহল। পলাশ, শিমুলের ডগায় আগুন রাঙা বাসন্তী ফুল। এ শহরেও বৃক্ষরাজি মাথা তুলে জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তার। 

আজ লাল-হলুদের বাসন্তী রঙে ফুল মাথায় সেজেছে তরুণীরা। আজ বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় বাঙালি কণ্ঠে তুলে নেবে রবীন্দ্রনাথের সেই পরিচিত গান ‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়।’

মুঘল সম্রাট আকবর ১৫৮৫ খ্রিস্টাব্দে প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে এই বসন্ত উৎসব। ১৪০১ বঙ্গাব্দ থেকে ‘বসন্ত উৎসব’ উদযাপন শুরু হয়।

পয়লা ফাল্গুনকে উপলক্ষ করে ঢাকাসহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারুকলার বকুলতলা, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, বনানী লেক, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অনেক জায়গায় দিনভর চলে বসন্তের উৎসব।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়