বাংলাদেশী আমির খাতুন বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা
|| রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩ আগষ্ট: বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলার সন্ধান মিলেছে কক্সবাজার জেলার উখিয়ায়। মহিলাটির নাম আমির খাতুন। বয়স ১১৭ বছর।
তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে। কারো কোন ধরণের সাহায্য ছাড়াই তিনি একাই চলাফেরা করতে পারেন।
তিনি ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তাঁর স্বামী মতিউর রহমানকে বৃটিশ সমর্থিত কালা বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করে।
তখন থেকে আমির খাতুন তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তান নিয়ে জীবনের এই দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে জীবন সায়াহ্নে এসে মৃত্যুর দিন গুনছেন। তবে দীর্ঘজীবি এই মহিলাটি এখনো পর্যন্ত সরকারী কোন সাহায্য সহায়তা পাননি।
সূত্র জানায়, ১৮৯৭ সালের ২ জানুয়ারী আমির খাতুন উখিয়ার রাজাপালং দণি পুকুরিয়া গ্রামের হাজী আবুল খাইরের পরিবারে জন্মগ্রহণ করেন। তৎকালীন রীতি অনুযায়ী ১২ বছর বয়সেই উখিয়া সদরের ঘিলাতলী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মতিউর রহমানের সাথে তাঁর বিবাহ হয়।
উল্লেখ্য, গত ১৯ জুলাই বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা পাকিস্থানের শান্তকাউর বাজোয়ার ১১৫ বছর বয়সে মৃত্যু হয়। সেই হিসেবে আমির খাতুন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশী বয়স্ক নারী।
রাইজিংবিডি/এমএস
রাইজিংবিডি.কম