ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওমিক্রন ছড়িয়ে পড়া দেশ থেকে আগমনে নিষেধাজ্ঞার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৮:০৫, ২৮ নভেম্বর ২০২১
ওমিক্রন ছড়িয়ে পড়া দেশ থেকে আগমনে নিষেধাজ্ঞার সুপারিশ

যেসব দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়েছে, সেসব দেশ থেকে লোকজনের আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রোববার (২৮ নভেম্বর) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪৮তম সভায় এ সুপারিশ করা হয়েছে। এছাড়াও কয়েকটি সুপারিশ করেছে ওই কমিটি।

আরো পড়ুন:

সংবাদ বিজ্ঞপ্তিতে কারিগরি কমিটি জানায়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন-কে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ ঘোষণা করেছে। এর বিস্তার রোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ দক্ষিণ আফ্রিকাসহ সে অঞ্চলের কয়েকটি দেশ (জিম্বাবুয়ে, নামিবিয়া, বতসোয়ানা, সোয়াজিল্যান্ড) থেকে যাত্রী আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (প্রত্যক্ষ ও পরোক্ষ ফ্লাইটসহ)। বাংলাদেশেও সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে।

কোনো ব্যক্তির এসব দেশে ভ্রমণের সাম্প্রতিক (বিগত ১৪ দিনে) ইতিহাস থাকলে তাকে বাংলাদেশে ১৪ দিন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোভিড-১৯ এর টেস্ট পজিটিভ হলে আইসোলেশনে থাকতে হবে।

সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও কঠোরভাবে পরিপালন (স্কুল-কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করা হয়েছে।

করোনা পরীক্ষায় জনগণকে উৎসাহিত করতে বিনামূল্যে পরীক্ষা করার সুপারিশ করেছে পরামর্শক কমিটি।

সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়