ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা ভাইরাসের টিকা উন্নয়নে কাজ করছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ভাইরাসের টিকা উন্নয়নে কাজ করছে

চীন ও রাশিয়া যৌথভাবে নতুন করোনা ভাইরাসের টিকা উন্নয়নে কাজ করছে। এর জন্য ইতোমধ্যে মস্কোর কাছে ভাইরাসের জিন হস্তান্তর করেছে বেইজিং। বুধবার চীনের গুয়াংঝু শহরে এক রুশ কূটনীতিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে ১৩২ জনের মৃত্যু ও প্রায় ছয় হাজার লোক আক্রান্তের খবর নিশ্চিত করেছে চীন। এছাড়া ১৭ টি দেশের ৭১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। অবশ্য রাশিয়ার কেউ এখনো এই ভাইরাসে আক্রান্ত হয় নি বলে নিশ্চিত করেছে মস্কো।

গুয়াংঝু শহরে রুশ কনস্যুলেট বিবৃতিতে বলেছেন, ‘রুশ ও চীনা বিশেষজ্ঞরা টিকা উন্নয়ন শুরু করেছেন’।

বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনা কর্তৃপক্ষ ভাইরাসের জিন রাশিয়ার কাছে হস্তান্তর করেছে, যা আমাদের বিজ্ঞানীদের দুই ঘন্টার মধ্যে মানবদেহে ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত করতে সক্ষম এমন পরীক্ষার দ্রুত উন্নয়নের সুযোগ করে দিয়েছে’।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়