ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমাহ এবতেকার। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, ইরানে করোনায় এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো ১০৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২৪৫ এ দাঁড়িয়েছে।

১৯ ফেব্রুয়ারি ইরান প্রথম দেশের ভেতরে করোনাভাইরাস আক্রান্ত রোগীর অস্তিত্বের কথা জানায়।

ভাইরাস আক্রান্ত ভাইস প্রেসিডেন্ট মাসুমাহ এবতেকার দেশটির সাত ভাইস প্রেসিডেন্টের অন্যতম। তিনি নারী বিষয়ক মন্ত্রণালয়ের দেখভাল করেন।

১৯৭৯ সালে তেহরানের মার্কিন দূতাবাসে ৫২ আমেরিকানকে অবরুদ্ধ করে রেখেছিল ইরানি শিক্ষার্থীরা। ওই সময় শিক্ষার্থীদের মুখপাত্র ছিলেন এবতেকার।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এবতেকারকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অধীনস্থ কর্মকর্তারা ভাইরাস আক্রান্ত হয়েছেন কিনা নিশ্চিতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়