ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

আরো এক মাস কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৪, ১৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরো এক মাস কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরো এক মাস সীমান্ত বন্ধ রাখতে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র। শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াশিংটন ও অটোয়া গত ১৯ মার্চ দুই দেশের সীমান্ত বন্ধের ঘোষণা দেয়। নাগরিকদের অন্য দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলেও সীমিত পরিসরে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখে যুক্তরাষ্ট্র ও কানাডা। আগামী সপ্তাহে দেশ দুটির সীমান্ত খোলার কথা থাকলেও ট্রুডো জানালেন, নিষেধাজ্ঞা বহাল থাকবে আরো ৩০ দিন।

তবে কানাডার প্রধানমন্ত্রীর আশা, মাস্কসহ অন্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সরকারি ওয়েবসাইট বলছে, এপর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ মারা গেছে ১৩৪৬ জন। আর আক্রান্তের সংখ্যা ৩২৪১২।

কানাডায় এ মহামারিতে সবচেয়ে ক্ষতি হয়েছে কুইবেকের, মৃত্যু হয়েছে ৮০৫ জনের। বয়স্কদের সুযোগ সুবিধা নিশ্চিতে শনিবার সেখানে সেনাবাহিনী পাঠানো হয়েছে।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়