ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লন্ডনে তলোয়ার হাতে নিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ৩০ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:৪২, ৩০ এপ্রিল ২০২৪
লন্ডনে তলোয়ার হাতে নিয়ে হামলা

পূর্ব লন্ডনের হেইনল্টে তলোয়ার হাতে পথচারী ও পুলিশের উপর আক্রমণ করেছে এক ব্যক্তি। মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসি এ তথ্য জানিয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার আগে একটি গাড়ি একটি বাড়ির ভেতর প্রবেশ করে। সেখানে লোকজনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে বলে খবরও দেওয়া হয়।

পুলিশ বলেছে, ‘আমরা জানতে পেরেছি, সন্দেহভাজন ওই ব্যক্তি অন্যান্য লোক ও দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালাতে গিয়েছিল। আমরা আহতদের সর্বশেষ পরিস্থিতি জানার অপেক্ষায় আছি।’

পুলিশ ঘটনাস্থল থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়