ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

আক্রান্তের নতুন রেকর্ডে মেক্সিকোয় ‘সবচেয়ে কঠিন মুহূর্ত’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৭, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আক্রান্তের নতুন রেকর্ডে মেক্সিকোয় ‘সবচেয়ে কঠিন মুহূর্ত’

অর্থনীতি সচলে ১ জুন থেকে ধাপে ধাপে করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছিল মেক্সিকোর সরকার। এখন নতুন করে বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে তাদের। কারণ ওই ঘোষণার পর টানা দুইদিন হয়েছে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড।

বৃহস্পতিবার একদিনে করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ৪০৯ জনের শরীরে। শুক্রবার তা আরো বেড়েছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৩৭ জন। মেক্সিকোয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ হাজার ৩২ জনে।

একদিনে নতুন করে প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হয়েছে ২৯০ জনের। প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৭৬৭ জন। মেক্সিকোয় একদিনে সর্বোচ্চ ৩৫৩ জনের মৃত্যু হয়েছিল গত মঙ্গলবার।

টানা দুইদিন নতুন করে আক্রান্তের রেকর্ড হওয়ায় হতাশ মেক্সিকোর সরকার। সহকারী স্বাস্থ্য সচিব হুগো লোপেজ গাতেল বলেছেন, ‘নতুন করে আক্রান্তের হার এই মুহূর্তে দ্রুত বেড়ে চলেছে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন ‍মুহূর্ত।’



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়