ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিধিনিষেধ শিথিল হলেও ঘরেই থাকছেন ব্রিটিশরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিধিনিষেধ শিথিল হলেও ঘরেই থাকছেন ব্রিটিশরা

লন্ডনের কিংস কলেজের নতুন এক গবেষণায় দেখা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউন শিথিল করলেও ব্রিটিশ জনগণ ঘরেই থাকছেন।

কলেজের পলিসি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ববি ডাফি বলেছেন, “যুক্তরাজ্য সরকারের পরামর্শ সম্ভবত ‘সতর্ক থাকুন’ হিসেবে স্থানান্তর হয়েছিল, কিন্তু এখনো ‘ঘরে থাকুন’ বার্তাটি মেনে চলছে জনসাধারণ।’

গবেষণায় উঠে এসেছে, আগের সপ্তাহে প্রতি ৭ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন একবারের বেশি বাড়ির বাইরে যাননি। ৪১ শতাংশ জনগণ গত ৭ দিনে পাঁচ বা তার বেশিবার বাইরে বের হননি।

ডাফি বলেছেন, এই পরিসংখ্যান বলছে যে ‘কোভিড-১৯ সংকটকে কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে ব্রিটিশরা’।

অনেক বেশি মানুষ মাস্ক পরছেন বলে জানিয়েছে গবেষক দল। ছয় সপ্তাহ আগের চেয়েও দ্বিগুণ হারে বেড়েছে মাস্কের ব্যবহার।

প্রধানমন্ত্রী জনসন গত বৃহস্পতিবার জানান, সোমবার থেকে আরেক ধাপ লকডাউন শিথিল করা হবে। এখন পর্যন্ত করোনায় ২ লাখ ৬৯ হাজারের বেশি ব্রিটিশ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৭ হাজারের বেশি। বর্তমানে আক্রান্ত আর মৃত্যুর হার কমছে চোখে পড়ার মতো। বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয়েছে ২৫৬ জনের।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়