স্বামী রাতে শাড়ি পরে, তাই বিচ্ছেদ চান স্ত্রী
শাহেদ || রাইজিংবিডি.কম
আন্তর্জাতিক ডেস্ক : অফিস থেকে বাড়ি ফেরার পর বাসায় শাড়ি পরে স্বামী। শুধু তাই নয়, রীতিমতো স্ত্রীর মেকআপ বক্স ব্যবহার করে সাঁজগোজ করে নারীর মতো আচরণ করেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ ওই স্ত্রী শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। ভারতের কর্ণাটকের ইন্দ্রানিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
ওই নারী জানিয়েছেন, তাদের বিয়ে হয়েছে এক বছর। কিন্তু এতোদিনেও স্বামীর সঙ্গে তার যৌন সম্পর্ক হয়নি। বান্নিরঘাটা রোডের একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত তার স্বামী রাতে বাসায় ফেরার পর শাড়ি পরে। এরপর সে মেকআপ ব্যবহার করে নারীর মতো সাজসজ্জা করে।
তিনি আরো জানান, পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। তার স্বামীর নাম নবীন।
নগর পুলিশ নারী সহায়তা কেন্দ্রের পরামর্শদাতা ভানিথা সাহাযভানি বলেন, বিয়ের প্রথম রাতেই নবীন নারীর মতো আচরণ করেছিল। ওই রাতে সে শাড়ি পরতে চেয়েছিল।
ওই নারী তার বিচ্ছেদ আবেদনে বলেছেন, তিনি আর তার স্বামীর সঙ্গে থাকতে ইচ্ছুক নন। বিচ্ছেদের বিষয়ে তার স্বামীও সম্মত হয়েছেন।
রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৬/শাহেদ
রাইজিংবিডি.কম