ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝগড়া বেধেছে ব্রিটিশ রাজপরিবারের দুই বধূতে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝগড়া বেধেছে ব্রিটিশ রাজপরিবারের দুই বধূতে

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের পর বছর না ঘুরতেই ব্রিটিশ রাজপরিবারের দুই বধূর মধ্যে ঝগড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। একটি মার্কিন সাময়িকী ইউএস ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে।

সাময়িকীটি জানিয়েছে, প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন অভিযোগ করেছেন, হ্যারির স্ত্রী মেগন মের্কেল রাজপরিবারের সঙ্গে সম্পর্ক জুড়তে তাকে সিড়ি হিসেবে ব্যবহার করেছে। আর ডাচেস অব সাসেক্স পাল্টা অভিযোগ করেছেন, তাকে কেটের ধমক সহ্য করতে হয়েছে।

পত্রিকাটি আরো জানিয়েছে, নিজের একান্ত কর্মচারীদের নির্দেশনা দেওয়ায় মেগানের ওপর বেজায় চটেছেন মিডলটন। তিনি কড়া ভাষাতেই মেগানকে বলেছেন, ‘এটা অগ্রহণযোগ্য, তারা আমার কর্মচারী এবং আমি তাদের সঙ্গে কথা বলি।’

দুই জায়ের মধ্যে ঝগড়ার গুজব উস্কে দিয়েছে আরেকটি খবর। সম্প্রতি কেসিংটন প্রাসাদ থেকে জানানো হয়েছে, প্রাসাদ থেকে ছেড়ে উইন্ডসর ক্যাসেলের ফ্রগমোর কটেজে উঠতে যাচ্ছেন হ্যারি ও মেগান। 




রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়