ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া নামাজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০২, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া নামাজ বন্ধ

মহামারি করোনাভাইরাসের (কোভিড ১৯) প্রদুর্ভাবে এবার সৌদি আরবের সব মসজিদে নামাজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীতে নামাজা আদায় করা যাবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অব স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি গেজেট এক প্রতিবেদনে লিখেছে, ইসলামি শরিয়াহ অনুযায়ী সম্ভাব্য ক্ষতি কমাতে মসজিদে জুমাসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সুযোগ রয়েছে। যেহেতু করোনাভাইরাস অতি সংক্রামক হওয়ায় বড় ধরনের ঝুঁকি এড়াতে কাউন্সিল মসজিদ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।  তবে নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আজান দেওয়া হবে।

মহামারি করোনাভাইরাসে সৌদি আরবে বুধবার (১৮ মার্চ) পর্যন্ত ১৭১ আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৬ জন।

বিশ্বের ১৬৫টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড ১৯। আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৮৭ জনের।

 

ঢাকা/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়