ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্পেনে কমছে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনে কমছে মৃতের সংখ্যা

স্পেনে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এখানে ৪৩০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ২৮২ তে দাঁড়িয়েছে। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৬৮ জন। সোমবার দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ২৬৬। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৪ হাজার ১৭৮।

সোমবার দেশটিতে ৩৯৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়। গত ২২  মার্চের পর করোনায় মৃতের সর্বনিম্ন সংখ্যা এটি।

জরুরি স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ফার্নান্দো সিমন জানান, মৃত্যুর পরিসংখ্যান এখনও উদ্বেগজনক। তবে সবমিলিয়ে আক্রান্তের হার নিম্মমুখী যে তা স্পষ্ট।

মধ্যমার্চ থেকে স্পেনে করোনায় আক্রান্তের হার ছিল ১৫ থেকে ২৫ শতাংশ। তবে এখন সেই হার কমে ২ শতাংশ এসে দাঁড়িয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়