ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

আলাস্কায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০১, ২২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আলাস্কায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১২ মিনিটে আনকোরাজ এলাকার ৫০০ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং প্রত্যন্ত অঞ্চল পিরেভিল্লে থেকে ৬০ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ‘ভূমিকম্পের প্রাথমিক পরামিতির ওপর ভিত্তি করে...ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক মাত্রার সুনামি ঢেউ হতে পারে।’

কেন্দ্রটি আরও বলেছে, ‘উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূলীয় এলাকাগুলোতে সুনাামির বিপজ্জনক মাত্রা মূল্যায়ণ করা হচ্ছে।’

স্থানীয় সংবাদমাধ্যম ১১ কেডিভিএ নিউজকে আলাস্কা স্টেট ট্রুপার্সের সার্জেন্ট ড্যানিয়েল ব্লিজার্ড জানিয়েছেন, কোডিয়াক দ্বীপের প্রধান শহর কোডিয়াকে সতর্কতা সাইরেন শোনা গেছে এবং নিচু এলাকার কয়েক হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, ‘কোডিয়াকের কাছাকাছি থাকা মানুষেরা ভূমিকম্প নিয়ে, বিশেষ করে বড় ধরনের গুলোর ব্যাপারে বেশ উদ্বিগ্ন। শেষবার কোনো ঢেউ হয়নি। এবার আমরা ঢেউয়ের ব্যাপারে নিশ্চিত না। তবে এ ধরনের কিছু হতে পারে সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়