ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করলো আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ২৫ অক্টোবর ২০২০  
আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করলো আজারবাইজান

আর্মেনিয়ার একটি যুদ্ধবিমান শনিবার (২৪ অক্টোবর) ভূপাতিত করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

তবে মন্ত্রণালয় যুদ্ধবিমানটি কোন ধরনের কিংবা কোন মডেলের সেটা উল্লেখ করেনি। তারা কেবল জানিয়েছে শনিবার বিকেলে একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আর্মেনিয়ার যুদ্ধবিমানটি আজারবাইজান সীমান্তের গুবাদলির দিকে উড়ে যাচ্ছিলো। সে সময় তারা সেটিকে ভূপাতিত করে।

একই দিন আঘধেরে অঞ্চলে তারা আর্মেনিয়ার একটি ড্রোনও ধ্বংস করেছে। অন্য এক বিবৃতিতে মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে যুদ্ধ শুরু হয় আর্মেনিয়া ও আজারবাইজানের। সেই থেকে আর্মেনিয়া বার বার আজারবাইজানের সামরিক ও বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এমনকী গেল দুই সপ্তাহে দুটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেও সেটি ভঙ্গ করে হামলা চালায় তারা।

অবশ্য যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালানোর ক্ষেত্রে আজারবাইজান ও আর্মেনিয়া একে-অপরকে দোষারোপ করে আসছে। ১০ অক্টোবর প্রথম যুদ্ধবিরতি ঘোষণা করে দেশ দুটি। কিন্তু সেটি ভঙ্গ করে আবার হামলা চালায়। এরপর ১৮ অক্টোবর দ্বিতীয় মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতি ঘোষণার পর আবারো আর্মেনিয়া হামলা চালায়।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়