ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুক্তরাজ্যে ১৩ লাখ মানুষ করোনার টিকা পেলো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫২, ৫ জানুয়ারি ২০২১   আপডেট: ০১:৫৩, ৬ জানুয়ারি ২০২১
যুক্তরাজ্যে ১৩ লাখ মানুষ করোনার টিকা পেলো

যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারী ঠেকাতে ১৩ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বরিস জনসন এ ঘোষণা দেন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের।

সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, আজ বিকেল পর্যন্ত, আমরা ইংল্যান্ডে এগারো লাখ এবং পুরো যুক্তরাজ্য জুড়ে ১৩ লাখেরও বেশি মানুষকে ভ্যাকসিন দিয়েছি।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ২৭ লাখ ৭৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৭৬ হাজারের অধিক মানুষ। গেল এক সপ্তাহ ধরে সেখানে দৈনিক ৫০ হাজারের অধিক মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।

ঢাকা/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়