Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৭ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৪ ১৪২৮ ||  ০৪ রমজান ১৪৪২

করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ২১:১৭, ৬ এপ্রিল ২০২১
করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়িয়ে

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স তাদের নিজেদের পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে।

বিশ্বজুড়েই করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এর সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এর মধ্যে ব্রাজিল ও ভারতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু দেখা গেছে। এর জন্য যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন রূপ এবং লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ মানার ক্ষেত্রে জনসাধারণের অবহেলাকেই দোষারোপ করছেন বিশেষজ্ঞরা।

রয়টার্সের ট্যালি অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ২০ লাখে পৌঁছাতে এক বছরের বেশি সময় লেগেছে। তবে পরের ১০ লাখ যোগ হয়েছে মাত্র তিন মাসেই।

গত কিছুদিন ধরেই বিশ্বজুড়ে কোভিড-১৯ এ দৈনিক মৃত্যুর এক চতুর্থাংশ ঘটছে ব্রাজিলে। প্রাণঘাতী করোনাভাইরাসে দেশটির বেহাল দশার কথা স্বীকার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)।

সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন, ‘এই মুহূর্তে ব্রাজিলের পরিস্থিতি খুব খারাপ, সেখানকার অনেকগুলো রাজ্যের অবস্থা গুরুতর।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়