ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সু চির বিরুদ্ধে ঘুষের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১০ জুন ২০২১   আপডেট: ১৬:২৬, ১০ জুন ২০২১
সু চির বিরুদ্ধে ঘুষের অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে ক্ষমতাসীন সামরিক জান্তা। তার বিরুদ্ধে স্বর্ণ ও ছয় লাখ ডলার অবৈধভাবে গ্রহণ করার প্রমাণ পাওয়া গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় সু চিকে গৃহবন্দি করা হয়। তার বিরুদ্ধে দেশদ্রোহ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সু চির বিরুদ্ধে সর্বশেষ অভিযোগটি এনেছেন ইয়াঙ্গুনের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, সু চি তার কাছ থেকে ছয় লাখ মার্কিন ডলার নগদ এবং ১১ কিলোগ্রাম স্বর্ণ নিয়েছেন।

মিয়ানমারের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, ‘নিজের পদ ব্যবহার করে’ সু চি দুর্নীতি করেছেন বলে দুর্নীতি দমন কমিশন প্রমাণ পেয়েছে। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৫৫ ধারায় মামলা করা হয়েছে।

সু চির আইনজীবী খিন মং জ সরকারের আনা এই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘তাকে দেশের দৃশ্যপট থেকে দূরে রাখতে এবং তার সম্মানের ওপর আঘাত হানতে এর পেছনে নিশ্চিতভাবেই রাজনৈতিক পটভূমি রয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়