ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাসস্টপে ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীর গোপন নথি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২৭ জুন ২০২১  
বাসস্টপে ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীর গোপন নথি

ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীর গোপনীয় নথিপত্র দেশটির কেন্ট শহরের একটি বাসস্টপে পাওয়া গেছে। এসব নথির একটিতে আকাশ প্রতিরক্ষা বিধ্বংসী যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার এবং সামরিক বাহিনী সংক্রান্ত তথ্য ছিল। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত বুধবার ক্রিমিয়া উপকূলে ইউক্রেনের জলসীমায় এইচএমএস ডিফেন্ডারকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করেছিল রুশ নৌবাহিনী। বাসস্টপে পাওয়া নথিগুলোর একটিতে ডিফেন্ডারকে লক্ষ্য করে রুশ হামলার বিবরণের উল্লেখ রয়েছে। আরেকটিতে আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন মার্কিন বাহিনী বিদায় নেওয়ার পর ব্রিটিশ সামরিক বাহিনীর সম্ভাব্য উপস্থিতির পরিকল্পনা ছিল।

ব্রিটিশ সরকার জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এক কর্মী স্পর্শকাতর নথি হারানোর বিষয়টি জানিয়েছিলেন। 

বিবিসি জানিয়েছে, প্রায় ৫০ পাতার নথিগুলো বাসস্টপের পেছনে স্যাঁতস্যাঁতে একটি জায়গায় পড়েছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এগুলোর সন্ধান পাওয়া যায়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়