ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

নারীদের বাড়িতে থাকার নির্দেশ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২১  
নারীদের বাড়িতে থাকার নির্দেশ তালেবানের

আফগানিস্তানের রাজধানী কাবুলের নতুন মেয়র নারীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন। রোববার মেয়র হামদুল্লাহ নোমানি এ নির্দেশনা জারি করেছেন।

মেয়র বলেছেন, তালেবান দেখতে পেয়েছে, সাময়িক সময়ের জন্য নারীদের কর্মস্থলে যাওয়া বন্ধ করাটা জরুরি।

অবশ্য তিনি জানিয়েছেন, কিছু নারী এরই মধ্যে কাজ চালিয়ে যেতে পারবেন। উদহারণ হিসেবে বলা যায়, নগরীতে বিভিন্ন স্থানে নারীদের জন্য যেসব টয়লেট আছে যেখানে পুরুষরা যেতে পারবে না সেখানে নারীদেরই কাজ করতে হবে।

তবে যারা কর্মস্থলে যেতে পারবে না তাদের ব্যাপারে মেয়র বলেছেন, ‘ তবে যেসব পদ পুরুষরা পূরণ করতে পারবেন, সেসব পদের নারীদের আমরা বাড়িতে থাকতে বলেছি যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়। বাড়িতে থাকলেও তাদের বেতন দেওয়া হবে।’

১৯৯৬ সালে ক্ষমতার প্রথম মেয়াদে তালেবান নারী শিক্ষা ও নারীদের কর্মস্থলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তবে গত ১৫ আগস্ট কাবুল দখল করার পর গোষ্ঠীটি বলেছে, ‘শরিয়াহ আইনের আওতায়’ নারী অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো হবে। অবশ্য শনিবার স্কুলগুলো খুলে দেওয়া হলেও সেখানে ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদের যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের জন্য পৃথক স্কুলের ব্যবস্থা করতে তারা কাজ করছে বলে জানিয়েছে তালেবান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়