ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে নেওয়া পদক্ষেপের সমালোচনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৩০ নভেম্বর ২০২১   আপডেট: ২২:৪৭, ৩০ নভেম্বর ২০২১
ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে নেওয়া পদক্ষেপের সমালোচনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশের নেওয়া বিস্তৃত পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসাস। মঙ্গলবার তিনি এ উদ্বেগ প্রকাশ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ‘আমি সেসব দেশের উদ্বেগকে ভালোভাবে বুঝতে পারছি যারা তাদের নাগরিকদের এমন একটি ভ্যারিয়েন্ট থেকে রক্ষা করার জন্য যেটি আমরা এখনও পুরোপুরি বুঝতে পারিনি। তবে আমি সমভাবে উদ্বিগ্ন যে, বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র নিষ্প্রাণ, বিস্তৃত বিধি জারি করেছে, যা প্রমাণভিত্তিক বা তাদের নিজস্বভাবে কার্যকর নয় এবং যা কেবলই বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে।’

আরো পড়ুন:

ওমিক্রন শনাক্তের পর দক্ষিণ আফ্রিকার ওপর সীমান্ত বিধিনিষেধ আরোপের সমালোচনা করে আধানম বলেন, ‘এই ভ্যারিয়েন্টটি শনাক্ত, বিশ্লেষণ ও খবর জানানোর জন্য আমি আবারও বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানাই। আমার জন্য এটা গভীর উদ্বেগের যে, অন্যদের জন্য সঠিক কাজটি করার পরও এই দেশগুলোকে এখন শাস্তি পেতে হচ্ছে।’

২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ভ্যারিয়েন্টে শনাক্তের খবর জানায়। এরপর থেকে বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা অঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ফেরা যাত্রীদের ওপর বিধিনিষেধ আরোপ করে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়