ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

‘ওমিক্রন ইউরোপের হাসপাতালগুলোকে খাদের কিনারে নিয়ে যাবে’

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২২ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৯:৪১, ২২ ডিসেম্বর ২০২১
‘ওমিক্রন ইউরোপের হাসপাতালগুলোকে খাদের কিনারে নিয়ে যাবে’

মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইউরোপের হাসপাতালগুলোকে খাদের কিনারে নিয়ে যাবে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (২২ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক ডা. হান্স ক্লুজ বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপের বেশির ভাগ দেশে ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। সরকারগুলোর উচিত উচ্চ মাত্রার সংক্রমণ রোধে প্রস্তুত থাকা।’

এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় ক্রিসমাসসহ অন‌্যান‌্য অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা।

ওমিক্রনের বিস্তার রোধে এরই মধ্যে কড়াকড়ি অবস্থানে গেছে ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ। আবারও লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এছাড়া, বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে ব্রিটেন।

আরও পড়ুন: ডেল্টার চেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন

ওমিক্রন রোধে ছুটির দিনের অনুষ্ঠান বাতিলের আহ্বান

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের ৭৩ শতাংশের শরীরে ওমিক্রন

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়