ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী: কেমন যাবে ২০২২ 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৫৬, ২৯ ডিসেম্বর ২০২১
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী: কেমন যাবে ২০২২ 

বিদায় নেওয়ার অপেক্ষায় ২০২১। করোনা মহামারি, ঘূর্ণিঝড়সহ নানা প্রকৃতিক ও মানুষ সৃষ্ট দুর্যোগের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে বছরটি। আগামী বছর পৃথিবী সুস্থ ও সুন্দর হয়ে উঠুক গোটা বিশ্ববাসীর এখন এই একটি ইচ্ছে। কেমন যাবে ২০২২? এই নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা গুশতেরোয়া। যিনি পুরো পৃথিবীতে বাবা ভাঙ্গা নামেই পরিচিত। বুলগেরিয়ায় জন্ম নেওয়া এই নারী ছিলেন একজন ভবিষ্যৎদ্রষ্টা। 

১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারানো এই নারীর করা সেই ভবিষ্যদ্বাণী রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো।

আরো পড়ুন:

বাবা ভাঙ্গার মতে, ২০২২ সালে সুনামি ও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশে আঘাত হানতে পারে একের পর এক প্রাকৃতিক সব দুর্যোগ। তার মতে, এই বছরেই সাইবেরিয়ায় জন্ম নিতে পারে আরও একটি ভাইরাস। যা করোনার চেয়ে আরও বেশি মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। পৃথিবীর উষ্ণতা বেড়ে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার কারণেই এই ভাইরাসটির জন্ম হবে বলে মনে করেছিলেন তিনি। 

বাবা ভাঙ্গা জানিয়েছিলেন, ২০২২ সালে বিশ্বের অনেক দেশে পানি সঙ্কট আরও তীব্র হবে। এ সময় অন্য গ্রহের প্রাণীরাও পৃথিবীতে হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। পঙ্গপালের হামলায় দেশটিতে খাদ্যশষ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

১৯১১ সালে জন্ম নেওয়া বাবা ভাঙ্গা মাত্র ১২ বছর বয়সে দৃষ্টি শক্তি হারান। এই নারী এরপর থেকেই ভবিষ্যদ্বাণী করতে শুরু করেন। ১৯৯৬ সালে মৃত্যুর আগে পর্যন্ত নানা বিষয়ে তিনি ভবিষ্যৎদ্বাণী করে গেছেন। তার এসব ভবিষ্যৎদ্বাণীর মধ্যে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা ও ইন্দোনেশিয়ায় সুনামিতে প্রচুর মানুষ মারা যাওয়ার মতো বিষয়গুলো মিলে গেছে। 

২০২০ থেকে ২০২১ সাল এই দুই বছরের দিকে তাকালেই বোঝা যায় বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী মিথ্যা হওয়ার সুযোগ তেমন একটা নেই। বিশেষ করে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইতোমধ্যেই আরও প্রকোপ আকার ধারণ করতে শুরু করেছে। ওমিক্রনের কারণে বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। এছাড়া বিগত বছরগুলোতে ভারত ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে পঙ্গপালের হামলা হয়েছে। যাতে নষ্ট হয়েছে প্রচুর পরিমাণে খাদ্যশষ্য। সূত্র: সংবাদ প্রতিদিন।

 মাসুদ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়