ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সু চির বিরুদ্ধে আরও ৫ মামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১০:১৬, ১৫ জানুয়ারি ২০২২
সু চির বিরুদ্ধে আরও ৫ মামলা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও পাঁচটি মামলা করতে যাচ্ছে সামরিক জান্তা সরকার। প্রতিটি অভিযোগের জন্য তার ১৫ বছর করে কারাদণ্ড হতে পারে। শুক্রবার সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনকালে হেলিকপ্টার ভাড়া সংক্রান্ত ঘটনায় এসব মামলা করা হচ্ছে। মামলার কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে।

গত বছরের ডিসেম্বরে করোনার বিধিনিষেধ না মানা সংক্রান্ত একটি মামলায় সু চিকে চার বছরের জেল দিয়েছিল আদালত৷ পরবর্তীতে দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং আদালতে শাস্তি অর্ধেক কমিয়ে দুই বছর করেন। পরে ১০ জানুয়ারি লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখাসহ একাধিক অভিযোগের মামলায় তাকে আরও চার বছরের কারাদণ্ড হয়।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়