ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

শিক্ষকদের হাতে বন্দুক দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৪ জুন ২০২২   আপডেট: ১২:১০, ৪ জুন ২০২২
শিক্ষকদের হাতে বন্দুক দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক হামলার কারণে দেশটির ওহাইও রাজ্য নতুন করে একটি আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। যেখানে শিক্ষক ও অন্য কর্মীরা ২৪ ঘণ্টার প্রশিক্ষণ শেষ করার পর স্কুলে বন্দুক রাখতে পারবেন।

শনিবার (৪ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই আইনের সমর্থকদের আশা, নতুন আইনটি কার্যকরের মাধ্যমে শিক্ষকদের সশস্ত্র করা হলে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বন্দুক হামলা হ্রাস পাবে এবং প্রাণহানির ঘটনা কমবে। তবে এই আইনের বিরোধীরা বলছেন, এতে স্কুলগুলো আরো বিপজ্জনক হয়ে উঠবে।

ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, ‘শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেওয়ার বিলটি আমি স্বাক্ষর করব এবং এটিকে আইনে পরিণত করব।’

উল্লেখ্য, সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় ২১ জন নিহত হন। ওই হামলার ১০ দিন পর এমন আইন প্রণয়ন করা হচ্ছে।

কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়