ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

গাজা পুনর্নির্মাণে ৮০ বছর সময় লাগবে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২ মে ২০২৪   আপডেট: ২০:৩৭, ২ মে ২০২৪
গাজা পুনর্নির্মাণে ৮০ বছর সময় লাগবে: জাতিসংঘ

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করতে প্রায় ৮০ বছর সময় লাগবে।  বৃহস্পতিবার জাতিসংঘের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় সাত মাস ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। হামলায় জনাকীর্ণ উপত্যকার অনেক উঁচু কংক্রিটের ভবন ধ্বসস্তূপে পরিণত হয়েছে।

৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গাজার প্রায় ৮০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ‘সম্পূর্ণ ধ্বংস হওয়া সব আবাসন ইউনিট পুনরুদ্ধার করতে প্রায় ৮০ বছর সময় লাগবে।’

তবে সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২১ সালের সংকটের তুলনায় পাঁচ গুণ দ্রুত সময়ে নির্মাণ সামগ্রী সরবরাহ করা হলে ২০৪০ সালের মধ্যে এই পুনর্নির্মাণের কাজ শেষ হতে পারে। পুরো গাজা পুনর্নির্মাণে তিন থেকে চার হাজার কোটি ডলার লাগতে পারে।

ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনার এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাণহানির নজিরবিহীন মাত্রা, পুঁজির ধ্বংস এবং এত অল্প সময়ের মধ্যে দারিদ্র্যের তীব্র বৃদ্ধি গুরুতর উন্নয়ন সংকট সৃষ্টি করবে, যা আগামী প্রজন্মের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়