ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৭, ১৬ জুলাই ২০২২   আপডেট: ১৫:০৪, ১৬ জুলাই ২০২২
ভারতে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত

ভারতে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার ওই ব্যক্তি মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত সফর করে কেরালায় আসেন।

এদিকে কেরালায় মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হওয়ার পরপরই সেখানে বিশেষ একটি মেডিক্যাল টিম পাঠিয়েছে ভারত সরকার। 

আরো পড়ুন:

কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ বলেন, ‘আক্রান্ত ব্যক্তি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। ওই ব্যক্তির সংস্পর্শে আসা লোকজন ও যাত্রীদেরও শনাক্ত করা হচ্ছে। তাদের মাঙ্কিপক্সের উপসর্গের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।'

গত মে মাসের শুরুর দিকে মাঙ্কিপক্স রোগটি আফ্রিকা অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়তে শুরু করে। সংক্রমণের হার ইউরোপে সবচেয়ে বেশি। এই রোগের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা এবং পিঠে ব্যথা।

সূত্র: এএফপি

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়