ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিউ জিল্যান্ডে রেকর্ড ছাড়াচ্ছে করোনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২২ জুলাই ২০২২   আপডেট: ১৭:১৩, ২২ জুলাই ২০২২
নিউ জিল্যান্ডে রেকর্ড ছাড়াচ্ছে করোনায় মৃত্যু

নিউ জিল্যান্ডে করোনায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বাড়ায় বয়স্ক জনগোষ্ঠী বেশি হারে আক্রান্তের কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, করোনার প্রাদুর্ভাবের পর গত বছরের মার্চে ১১৫ জনের মৃত্যু হয়েছে। অথচ চলতি বছরের ১৬ জুলাই থেকে সাত দিনে ভাইরাসজনিত মৃত্যুর সংখ্যা ১৫১ এ পৌঁছেছে। 

আরো পড়ুন:

মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৬ মারা গেছেন, যাদের বয়স ৬০ এর বেশি।

নিউ জিল্যান্ডে করোনার বর্তমান তরঙ্গের জন্য দায়ী ওমিক্রনের বিএ.৫ সাব-ভ্যারিয়েন্ট। গত সাত দিনে দেশটিতে ৬৪ হাজার ৭৮০ জন আক্রান্ত হয়েছে। অবশ্য কর্তৃপক্ষ বলছে অনেক সংক্রমণই রিপোর্ট করা হয়নি।

করোনা মহামারি শুরুর পর নিউ জিল্যান্ডকে কোভিড সংক্রমণ প্রতিরোধের জন্য মডেল হিসাবে বিবেচনা করা হয়েছিল। মহামারি প্রতিরোধে দেশটির নিউ জিল্যান্ডের দ্রুত প্রতিক্রিয়া গত বছরের শেষ পর্যন্ত এটিকে ভাইরাস থেকে মুক্ত রাখে। জনগণকে ব্যাপকভাবে টিকা দেওয়ার পরে সরকার এই বছর তার শূন্য-কোভিড নীতি বাদ দিয়েছে। তারপর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়