ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ১ আগস্ট ২০২২   আপডেট: ১০:৫০, ১ আগস্ট ২০২২
ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়েছে ভারতে। মারা যাওয়া ব্যক্তি দেশটির কেরালা রাজ্যের বাসিন্দা ছিলেন এবং তিনি বিদেশে থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

রোববার (৩১ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যমগুলো একথা জানায়।

আরো পড়ুন:

সংবাদ মাধ্যম জানায়, কেরালার ত্রিশুরার বাসিন্দা ২২ বছর বয়সী এক ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন। অসুস্থ থাকায় তাকে ত্রিশুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। 

ভারতীয় সরকার জানায়, ইউএইতে করা পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়। তারপরও মৃত্যুর এ ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

কেরলা রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, ‘মাঙ্কিপক্সের কোনো লক্ষণ ছিল না মারা যাওয়া ব্যক্তির শরীরে। কিন্তু শনিবার বিদেশ থেকে তার আত্মীয়দের হাতে মাঙ্কিপক্স পরীক্ষার রিপোর্ট আসে। সেই রিপোর্টে জানা গেছে মারা যাওয়া যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত ছিলেন।’

রাজ্যের স্বাস্থ্য বিভাগ মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা কেরালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি আলাপুজা ইউনিটে পাঠানো হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়