ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

এবার মার্কিন কংগ্রেস প্রতিনিধিদল তাইওয়ানে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ১৪ আগস্ট ২০২২   আপডেট: ২১:২৩, ১৪ আগস্ট ২০২২
এবার মার্কিন কংগ্রেস প্রতিনিধিদল তাইওয়ানে

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দল রোববার তাইওয়ানে পৌঁছেছেন। প্রতিনিধি পরিষদের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের দুই সপ্তাহের মাথায় তারা তাইওয়ানে গেলেন। 

পেলোসির তাইওয়ান সফর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন। ওই সময় তাইওয়ানকে হুমকি দিতে সামরিক মহড়া চালিয়েছিল বেইজিং। নতুন করে মার্কিন কংগ্রেসের এই সফরে চীন আরও ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাসাচুসেটসের সিনেটর এড মার্কির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনের সাথে দেখা করবেন এবং তারা পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, প্রতিনিধি দল ‘মার্কিন-তাইওয়ান সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে।’

তাইওয়ান প্রতিনিধিদলের সফরকে তাইপেই এবং ওয়াশিংটনের মধ্যে উষ্ণ সম্পর্কের আরেকটি চিহ্ন হিসাবে স্বাগত জানিয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়