ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাইজেরিয়ায় নৌকাডুবি: মৃত বেড়ে ৭৬

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১০ অক্টোবর ২০২২   আপডেট: ০৯:৫৩, ১০ অক্টোবর ২০২২
নাইজেরিয়ায় নৌকাডুবি: মৃত বেড়ে ৭৬

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ‌্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ‌্যে বেশিরভাগ নারী ও শিশু। 

সোমবার (১০ অক্টোবর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়। 

আরো পড়ুন:

এতে বলা হয়েছে, নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা প্রদেশের ওগবারু এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা সবাই বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। এ সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত নৌকায় কমপক্ষে ৮০ জন আরোহী ছিলেন।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। 
চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টি বন্যার কবলে পড়েছে। বন্যার পানির কারণে অসংখ্য বাড়িঘর তলিয়ে গেছে। তলিয়ে গেছে ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়