ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভূগর্ভস্থ বিমান ঘাঁটি তৈরি করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২১:২০, ৭ ফেব্রুয়ারি ২০২৩
ভূগর্ভস্থ বিমান ঘাঁটি তৈরি করেছে ইরান

ভূগর্ভস্থ বিমান ঘাঁটি তৈরি করেছে ইরান। এই ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ অনেকগুলো যুদ্ধবিমান একসঙ্গে রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। মঙ্গলবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ‘ঈগল ৪৪’ ঘাঁটি যুদ্ধবিমান এবং ড্রোন সংরক্ষণ এবং পরিচালনা করতে সক্ষম। তবে ঘাঁটির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আরো পড়ুন:

আইআরএনএ জানিয়েছে, এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান বাহিনীর ঘাঁটিগুলির মধ্যে একটি। অনেক গভীরে নির্মিত ঘাঁটিটিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধবিমান রাখা আছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘ইসরায়েলসহ শত্রুদের কাছ থেকে ইরানের উপর যে কোনও আক্রমণের জবাব ঈগল ৪৪ সহ আমাদের অনেক বিমান ঘাঁটি থেকে দেওয়া যাবে।’

এর আগে, গত বছরের মে মাসে ইরানের সেনাবাহিনী আরেকটি ভূগর্ভস্থ ঘাঁটি সম্পর্কে জানিয়েছিল। ওই ঘাঁটিতে ড্রোন রয়েছে বলে জানানো হয়েছিল। দেশটি আঞ্চলিক চিরশত্রু ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলা থেকে সামরিক সম্পদ রক্ষা করতে চায় বলে এই ঘাঁটি নির্মাণ করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়