ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কান চলচ্চিত্র পুরস্কারজয়ী ইরানি পরিচালকের কারাদণ্ড

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩৩, ২ ডিসেম্বর ২০২৫
কান চলচ্চিত্র পুরস্কারজয়ী ইরানি পরিচালকের কারাদণ্ড

জাফর পানাহি

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী ইরানি পরিচালক জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 

জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলি এএফপিকে জানিয়েছেন, কারাদণ্ডের পাশাপাশি জাফরকে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাছাড়া যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও রয়েছে। 

আরো পড়ুন:

পানাহির বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রবিরোধী ‘প্রচারণামূলক কার্যকলাপে’ জড়িত ছিলেন জাফর পানাহি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন মোস্তফা নিলি। 

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন জাফর পানাহি। তার নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট’। এ সিনেমার প্রচারের জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সোমবার (১ ডিসেম্বর) নিউ ইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতেছে সিনেমাটি। তাছাড়া আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়ে আলোচনায় অংশ নেবেন তিনি। 

ইরানি কর্তৃপক্ষের সঙ্গে জাফর পানাহির বিরোধ নতুন কিছু নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে তাকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়। পরবর্তী গ্রেপ্তার করা হয় তাকে। ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলে মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। 

দেশটির নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’ এর মতো আলোচিত চলচ্চিত্র। ২০২২ সালে ফের গ্রেপ্তার হন। এ দফায় ৭ মাস কারাভোগের পর মুক্তি পান।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়