ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:৪৮, ৩০ নভেম্বর ২০২৫
ইরাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করল ইরান

ইরাকের কুর্দিস্তানে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করেছে ইরান। শনিবার কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিলেন।

তবে হামলার খবরটি প্রত্যাখান করেছে আইআরজিসি। রবিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ। 

আরো পড়ুন:

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, খোররমাবাদ, ইলাম ও কেরমানশাহ প্রদেশ থেকে ইরাকের কুর্দিস্তান বা সীমান্তবর্তী অঞ্চলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে খবর প্রচার করা হয়েছে, তা ভিত্তিহীন এবং ভুল।

ইরানি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই প্রদেশগুলো থেকে কোনো সামরিক পদক্ষেপ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। এ ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে দেয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলে অযথা উত্তেজনা তৈরি হচ্ছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়