ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরও অস্ত্র চাইতে যুক্তরাজ্যে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২১:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৩
আরও অস্ত্র চাইতে যুক্তরাজ্যে জেলেনস্কি

রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাকের সঙ্গে বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে হামলা জোরদার করতে অতিরিক্ত অস্ত্র চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে যাবেন জেলেনস্কি। এর আগে তিনি বুধবার লন্ডনে যাত্রাবিরতি করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী রিশি সুনাক অভ্যর্থনা জানান জেলেনস্কিকে। এসময় জেলেনস্কি ‘পূর্ণ মাত্রার আক্রমণের প্রথম দিন থেকে’ সমর্থনের জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ, আমরা সত্যিই গর্বিত এবং রিশির সাথে খুব ভাল সম্পর্ক রয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনীয় পাইলটরা যাতে‘ভবিষ্যতে অত্যাধুনিক ন্যাটো যুদ্ধবিমান ওড়াতে সক্ষম হয়’ সেজন্য তাদের আরও বেশি প্রশিক্ষণ নিশ্চিত করা হবে এবং এটি ‘তাদের সামরিক বাহিনীতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অংশ।’

তিনি বলেন, জেলেনস্কির এই ‘সফর ইউক্রেনের সাহস, সংকল্প,লড়াই এবং ... আমাদের দুই দেশের মধ্যে অটুট বন্ধুত্বের’ প্রমাণ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়