ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আইএমএফের ঋণের বিষয়ে আজ নিশ্চিত হবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৯ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৬:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২৩
আইএমএফের ঋণের বিষয়ে আজ নিশ্চিত হবে পাকিস্তান

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাত বিলিয়ন ডলার ঋণ পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত হওয়া যাবে। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা কেমন চলছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক চলছে। এই মুহূর্তে চূড়ান্ত পর্ব চলছে। আমি প্রতিদিন তাদের (আইএমএফ দল) সাথে দেখা করি এবং আজও করব।’

দার বলেন, ‘প্রত্যাশিত বিষয়গুলো আজই নিষ্পত্তি হবে। আমরা খুব শিগগিরই আপনাদের সংবাদ দেব।’

নাথান পোর্টারের নেতৃত্বে আইএমএফের একটি প্রতিনিধি দল বর্তমানে নবমবারের মতো পর্যালোচনার জন্য ইসলামাবাদে রয়েছে। আজ (বৃহস্পতিবার) আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পাকিস্তানের অর্থনীতি মারাত্মক সঙ্কটের মধ্যে রয়েছে। দেশটি এখন লেনদেনের ভারসাম্য সঙ্কটে ভুগছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে জানিয়েছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন দশমিক এক বিলিয়ন ডলারে নেমে এসেছে। এ দিয়ে কেবল তিন সপ্তাহেরও কম সময়ের আমদানি ব্যয় মেটানো যাবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়