ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আসাদকে বুকে জড়িয়ে ধরলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১৯ মে ২০২৩  
আসাদকে বুকে জড়িয়ে ধরলেন সৌদি যুবরাজ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে শুক্রবার আরব লীগের সম্মেলনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। তাকে বুকে জড়িয়ে ধরেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

২০১১ সালের দেশে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সিরিয়ার আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়। অনেক আরব রাষ্ট্র তাদের দূতদের দামেস্ক থেকে প্রত্যাহার করে নেয়। গত মাসে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। চলতি মাসের শুরুর দিকে শেষ পর্যন্ত সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

শুক্রবার জেদ্দায় আসাদকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এসময় তাকে বুকে জড়িয়ে ধরেন যুবরাজ।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে আসাদ বলেছেন, ‘আমরা বিদেশী হস্তক্ষেপ ছাড়া আমাদের সমস্যা থেকে উত্তরণের একটি ঐতিহাসিক সুযোগের সম্মুখীন হচ্ছি।’

নির্দিষ্ট দেশগুলির উল্লেখ না করে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই নিজেদের বিষয়ে বিদেশী হস্তক্ষেপ বন্ধ করতে হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়