ওমরাহ পালন করতে সৌদিতে জায়েদ খান
জায়েদ খান
বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন।
এরই মাঝে নতুন এক খবর দিলেন জায়েদ খান। জানালেন, প্রথমবারের মতো ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন। সোমবার (৮ ডিসেম্বর) ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেন।
এসব তথ্য নিশ্চিত করে জায়েদ খান বলেন, “আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি। অনেক দিনের ইচ্ছে ছিল ওমরাহ পালন করব। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।”
দীর্ঘ সময় ধরে দেশের বাইরে রয়েছেন জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-য় নিয়মিত উপস্থাপনা করছেন। তারকাদের নিয়ে তার এই অনুষ্ঠান ইতোমধ্যে বেশ আলোচিত।
ঢাকা/রাহাত/শান্ত