ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৩০ মে ২০২৩   আপডেট: ১৯:২০, ৩০ মে ২০২৩
মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে কিয়েভ সরকার মস্কো শহরের লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী ড্রোন হামলা চালায়। তাদের মধ্যে তিনটি ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র দিয়ে নিস্ক্রিয় করা হয়েছে, এগুলো নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং তাদের লক্ষ্যবস্তু থেকে বিচ্যুত হয়েছিল। মস্কো অঞ্চলে প্যান্টসির-এস ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে আরও পাঁচটি ড্রোনকে গুলি করা হয়েছে।’

রয়টার্স জানিয়েছে, হামলার ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, কিয়েভ এই হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়