ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

নির্বাচনে হস্তক্ষেপের মামলায় আদালতে নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ৩১ আগস্ট ২০২৩   আপডেট: ২২:৪২, ৩১ আগস্ট ২০২৩
নির্বাচনে হস্তক্ষেপের মামলায় আদালতে নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনে হস্তক্ষেপের মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের একটি নথির বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের স্বাক্ষর করা ওই নথিতে লেখা ছিল, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী আনুষ্ঠানিক অভিযুক্তি থেকে ছাড় চাচ্ছি এবং এই মামলায় দোষী নয় বলে আবেদন করছি।’

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জর্জিয়ায় ১৩টি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। সরকারি কৌঁসুলিরা তাকে এবং ১৮ জন সহযোগীকে রাজ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘বেআইনিভাবে ফলাফল পরিবর্তন করার’ ষড়যন্ত্রে যোগ দেওয়ার অভিযোগ করেছেন।

আরো পড়ুন:

কৌঁসুলিরা ৬ সেপ্টেম্বর ট্রাম্প এবং তার সহআসামিদের জন্য সাজা শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন।

গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। পরে তিনি দুই লাখ ডলার জামিন দিয়ে ছাড়া পান। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়