ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজ্জার হত্যা তদন্তে কানাডাকে সহযোগিতার জন্য ভারতকে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩
নিজ্জার হত্যা তদন্তে কানাডাকে সহযোগিতার জন্য ভারতকে চাপ যুক্তরাষ্ট্রের

খালিস্তান আন্দোলনের নেতা ও কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে নয়াদিল্লির এজেন্টদের সম্ভাব্য সম্পৃক্ততার তদন্তে কানাডাকে সহযোগিতার জন্য ভারতকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্র।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার বলেছেন যে অটোয়াতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার সাথে ভারতীয় এজেন্টদের যুক্ত করার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। ওই দিন কানাডায় নিযুক্ত শীর্ষ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতও  নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ কানাডীয় কূটনীতিককে বহিষ্কার করে এবং কানাডীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দেয়।

আরো পড়ুন:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী ট্রুডো যে অভিযোগ তুলেছেন তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই তদন্তে কানাডীয়দের সাথে ভারতের কাজ করা গুরুত্বপূর্ণ হবে। আমরা জবাবদিহিতা দেখতে চাই।’

ব্লিঙ্কেন বলেন, ‘আমরা আমাদের কানাডীয় সহকর্মীদের সাথে খুব ঘনিষ্ঠভাবে পরামর্শ করছি, শুধু পরামর্শই নয়, এই বিষয়ে তাদের সাথে সমন্বয় করছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়