ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলের জাহাজে হামলা চালাবে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৯ নভেম্বর ২০২৩  
ইসরায়েলের জাহাজে হামলা চালাবে হুথিরা

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে, তারা ইসরায়েলি কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত বা ইসরায়েলি পতাকা বহনকারী সব জাহাজকে হামলার লক্ষ্যবস্তু বানাবে। হুথির সামরিক বাহিনীর এক জন মুখপাত্রের বরাত দিয়ে রোববার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনীর একজন মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, গাজায় হামলার প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলি কোম্পানির জাহাজ কিংবা ইসরায়েলের পতাকাবাহী যেকোনো জাহাজের ওপর হামলা চালাবে। এ ধরনের জাহাজে কর্মরত বিদেশী ক্রুদের  প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

প্রসঙ্গত, ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এর জবাবে ওই মাসে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছিল ইয়েমেনের হুথিরা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়