ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

চীনে বেড়েছে বিয়ের হার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১৯ মার্চ ২০২৪   আপডেট: ০৯:৩২, ১৯ মার্চ ২০২৪
চীনে বেড়েছে বিয়ের হার

বিগত এক দশকে চীনে তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বিয়ে করার হার কমে এসেছিল। কমতে কমতে ২০২২ সালে তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছিল। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রায় এক দশক ধরে চলে আসা নিম্নমুখী প্রবণতা ২০২৩ সালে উল্টে গেছে। বেড়েছে বিবাহের হার। দেশটির নাগরিকবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এক বছর আগের তুলনায় ২০২৩ সালে চীনের বিয়ের হার ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর চীনে ৭৬ লাখ ৮০ হাজার বিয়ে হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৮ লাখ ৪৫ হাজার বেশি। দেশটিতে এর আগে ২০১৩ সালে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার বিয়ের সংখ্যা রেকর্ড করা হয়েছিল।

দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি সন্তানবান্ধব সমাজ বিনির্মাণের ঘোষণা দেন। এ ছাড়া দেশটিতে দীর্ঘ মেয়াদে ভারসাম্যপূর্ণ জনসংখ্যা রাখার পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে শিশু জন্ম, লালনপালন ও শিক্ষার জন্য খরচ কমানোর কথা বলেন।

চীনের জনসংখ্যা দীর্ঘদিন ধরেই কমে আসছে। এ কারণে গত বছর তাদের টপকে গেছে ভারত। এবার পরিকল্পিত উপায়ে এগিয়ে যাচ্ছে চীন। 

জন্মহারের সঙ্গে বিয়ের হারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখন বিয়ের হার বাড়তে শুরু করায় দেশটির নীতিনির্ধারকেরা খুশি। তারা আশা করছেন, এ বছর জনসংখ্যা কমে যাওয়ার হার থেকে তারা বেরিয়ে আসতে পারবেন।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়