ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ২১ মার্চ ২০২৪   আপডেট: ১০:০৮, ২১ মার্চ ২০২৪
পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

মাত্র এক বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বুধবার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ ঘোষণা করেছে। 

দলটি এক বিবৃতিতে বলেছে, থুং দলের নীতি ভঙ্গ করেছেন এবং কেন্দ্রীয় কমিটিতে তার পদত্যাগ গৃহীত হয়েছে। তার কর্মকাণ্ডের কারণে জনমতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দলের পাশাপাশি দেশ ও তার নিজেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার ভিয়েতনামের জাতীয় পরিষদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।

আজ জাজিরার খবরে বলা হয়েছে, ভিয়েতনামে ২ বছরের মধ্যে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলেন থুং। এর আগে, তার পূর্বসূরি নগুয়েন জুয়ান ফুক দুর্নীতি-বিরোধী অভিযানে বহিষ্কৃত হন। 

থুংয়ের ত্রুটিগুলো কী, তা বিবৃতিতে পরিষ্কার করা হয়নি। তবে এর সঙ্গে দেশটিতে সম্প্রতি ব্যাপকভাবে শুরু করা ঘুষবিরোধী অভিযানের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দলের পক্ষ থেকে একে দুর্নীতিবিরোধী অভিযান বললেও অনেকেরই দাবি, এ অভিযান মূলত দলের অন্তর্গত দ্বন্দ্বের কারণে শুরু করা হয়েছে। ১০ বছর আগে কমিউনিস্ট পার্টির প্রাদেশিক প্রধান থাকাকালীন, থুং বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ছিল। 

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়