ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

শিশুদের জন্য বন্ধ করে বাড়ানো হচ্ছে বড়দের ডায়াপার উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৬ মার্চ ২০২৪  
শিশুদের জন্য বন্ধ করে বাড়ানো হচ্ছে বড়দের ডায়াপার উৎপাদন

জাপানের কমে যাওয়া জন্মহারের কারণে একটি ডায়াপার উৎপাদনকারী প্রতিষ্ঠান শিশুদের জন্য ডায়াপার উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা প্রাপ্তবয়স্কদের জন্য ডায়াপারের উৎপাদন বাড়াচ্ছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওজি হোল্ডিংস নামের ওই প্রতিষ্ঠানটি সেপ্টেম্বরে শিশুদের জন্য দেশের অভ্যন্তরে ডায়াপারের উৎপাদন বন্ধ করে দেবে। ২০০১ সালে প্রতিষ্ঠানটি  বার্ষিক ডায়াপার উৎপাদন ছিল ৭০০ কোটি পিস। চলতি বছর সেই সংখ্যা কমে ৪০০ কোটিতে নেমে এসেছে। এরপরই শিশুদের ডায়াপার উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির এক জনমুখপাত্র এএফপিকে বলেছেন, ‘জন্মহার হ্রাসসহ বিভিন্ন কারণের কারণে শিশুর ডায়াপারের চাহিদা কমছে।’ তাদের কাছে থাকা স্টক শেষ না হওয়া পর্যন্ত তারা জাপানে বিক্রি ডায়াপার বিক্রি অব্যাহত রাখবেন।

২০২৩ সালে জাপানে জন্ম হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। একইসময় দেশটিতে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যাও বেড়েছে।

ওজি হোল্ডিংস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশের প্রাপ্তবয়স্কদের জন্য স্যানিটারি আইটেমগুলির উৎপাদন বাড়াবে।মূলত নার্সিং হোমের মতো কেন্দ্রগুলোতে এগুলোর ব্যবহার বাড়বে বলে আশা করা যাচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়