ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

ইরান আতঙ্কে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:৩৩, ৬ এপ্রিল ২০২৪
ইরান আতঙ্কে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বা আমেরিকান সম্পদ লক্ষ্য করে ইরানের সম্ভাব্য আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উচ্চ সতর্কতা জারি করেছে। ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ওয়াশিংট। শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আগামী সপ্তাহে হামলা হতে পারে উল্লেখ করে ওই কর্মকর্তা বরেন, ‘আমরা অবশ্যই সর্বোচ্চ সতর্কতার মধ্যে আছি।’

সন্দেহভাজন ইসরায়েলি যুদ্ধবিমান সোমবার দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলা চালায়। এ ঘটনায় ইরানের একজন সামরিক কমান্ডার নিহত হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, ইসরায়েলি হামলায় সাতজন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। তারা এ ঘটনার প্রতিশোধ নেওয়ার অধিকার রাখেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন।

বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমাদের দলগুলো তখন থেকে নিয়মিত এবং ক্রমাগত যোগাযোগ করছে। যুক্তরাষ্ট্র ইরানের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষায় পূর্ণ সমর্থন করে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়