ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

ইসরায়েলে হামলা চালানোয় ইরানের নিন্দা করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ১৪ এপ্রিল ২০২৪  
ইসরায়েলে হামলা চালানোয় ইরানের নিন্দা করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছেন। রোববার এক টুইটে তিনি এ নিন্দা জানিয়েছেন।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন,‘ইরানের পদক্ষেপগুলো সমগ্র অঞ্চল এবং বিশ্বকে হুমকির মুখে ফেলেছে, ঠিক যেমন রাশিয়ার পদক্ষেপগুলো একটি বৃহত্তর সংঘাতের হুমকি দেয়। সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে দুই সরকারের মধ্যে সুস্পষ্ট সহযোগিতাকে অবশ্যই বিশ্ব থেকে একটি দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।’

ইরান ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের সময় রাশিয়াকে হাজার হাজার শাহেদ কামিকাজে ড্রোন সরবরাহ করেছে। এগুলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে নিঃশেষ করতে এবং যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত অবকাঠামোতে আঘাত করতে ব্যবহৃত হয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ‘ট্রু প্রমিজ’ শীর্ষক অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়